নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সারা দেশে লকডাউন পরিস্থিতিতে মানুষ আজ গৃহবন্দী। দুস্থ, দরিদ্র, অসহায় মানুষ আজ বিপন্ন। দিন আনা দিন খাওয়া অসহায় মানুষগুলো আজ দুইবেলা দুই মুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এমন করুণ পরিস্থিতিতে এদের পাশে এসে দাঁড়াচ্ছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, একাধিক ক্লাব সহ শতাধিক সমাজসেবী মানুষ। সগর ভাঙা ইয়ুথ ক্লাব শতাধিক দরিদ্র , কুষ্ঠ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ, ক্লাব সমন্বয় মাধ্যমে কলোনিতে স্যানিটাইজেশন করার পাশাপাশি, এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার ১০১ টাকা আর্থিক সাহায্য করলো।
ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক চিন্ময় সরকার ১০ হাজার ১০১ টাকার একটি চেক, এখানকার ৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জির হাতে তুলে দেন। চিন্ময়বাবু জানান, লকডাউন সময় থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে এলাকার মানুষদের সাথে নিয়ে দুস্থদের সাহায্যের জন্য একাধিক কর্মসূচি নিয়েছে। তিনি জানান ,আগামী কাল কোকওভেন থানায় ১৫০ জন সিভিক ভলেন্টিয়ারের হাতে মিনারেল ওয়াটার, ও আর এস পাউচ , লেবু ও কলা তুলে দেওয়া হবে। আর যতদিন লকডাউন থাকবে ঠিক ততদিন এই ক্লাবের পক্ষ থেকে দুস্থদের পাশে থাকার কর্মসূচি চালু থাকবে।