eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব সেরার তালিকায় দুর্গাপুর এনআইটির দশ বিজ্ঞানী

বিশ্ব সেরার তালিকায় দুর্গাপুর এনআইটির দশ বিজ্ঞানী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিলেন দুর্গাপুর এনআইটির দশজন বিজ্ঞানী। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন এই বিজ্ঞানীরা। প্রসঙ্গত বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এই বিজ্ঞানীরা উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

এনআইটি সূত্রে জানা গেছে বিশ্ব সেরার সম্মানপ্রাপ্ত এই বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চার জন- অবসরপ্রাপ্ত অধ্যাপক এসপি ঘোষাল, সুব্রত বন্দ্যোপাধ্যায়, এ ভট্টাচার্য, পরিমল আচার্য। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের রয়েছেন দু’জন-পরিমল পাল, গোপীনাথ হালদার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে আছেন অপূর্ব লায়েক। ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের রৌদ্র ঘটকও রয়েছেন এই তালিকায়। রয়েছেন অঙ্ক বিভাগের সমরজিৎ কর এবং এনআইটির ডিন (অ্যাকাডেমিক রিসার্চ) ও ফিজিক্সের অধ্যাপক প্রতীক কুম্ভকার।

এদিকে এনআইটির এই সাফল্যে উচ্ছ্বসিত শিল্পাঞ্চলবাসী। শহরের শিক্ষামহলের মতে এই সম্মান ও স্বীকৃতি শিল্পাঞ্চলের পড়ুয়াদেরও উদ্বুদ্ধ করবে ও অনুপ্রেরণা যোগাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments