চ্যানেল এই বাংলায় নিউজ পোর্টালের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সমস্ত পাঠকবন্ধু, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী, অনুরাগী ও সমগ্র জগতবাসীকে জানাই ৭৩তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা। চ্যানেল এই বাংলায় আজ থেকে দুবছর আগে আজকের এই বিশেষ দিনে ছোট্ট ছোট্ট পায়ে শুরু করেছিল পথ চলা। দৈনন্দিন আমাদের এই পথচলায় আপনারা যোগ দিতে থাকেন। ধীরে ধীরে সেই একসাথে পথচলার শুরু থেকে আজ অবধি আমরা ১৯ লক্ষ ১৫ হাজার ৭৯০ জন পাঠককে সাথে পেয়ে এক মহামিছিলের স্বরূপ ধারণ করেছি। চ্যানেল এই বাংলায় তার সমস্ত ফ্যান-ফলোয়ার ও নিয়মিত পাঠকদেরকে নতমস্তক হয়ে প্রনাম জানাই, তার সাথে সাথে তারা যে আমাদের ওপর বিশ্বাস, ভালোবাসা ও দায়ভার চাপিয়েছেন তা আমরা মাথা পেতে নিয়েছি। চ্যানেল এই বাংলায় সবসময়ই বাস্তব ও সত্যের ভিত্তিতে খবর প্রকাশ করে ও কোনোরকম ব্যক্তি আক্রোশ বা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে না। সম্ভবত সেই কারণেই আমাদের এই অল্প সময়ের মধ্যেই এই বিশাল সংখ্যক পাঠকের কাছে পৌঁছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আশা রাখব, ভবিষ্যতে এভাবেই আমাদের পাশে থেকে ভালোবাসা দিয়ে, সুচিন্তিত মতামত দিয়ে চ্যানেল এই বাংলায় নিউজ পোর্টালকে আরও অনেক বড় করার অংশীদারী হবেন আপনারা। আমরা বিশ্বাস করি, আমাদের পাঠক-পাঠিকারাই আমাদের ভগবান। তাই আমাদের ভগবানের সামনে আমরা আরও একবার করজোড়ে, নতমস্তক হয়ে স্বশ্রদ্ধ প্রনাম জানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। “আমি বাংলায় গান গায়, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পায়। বাংলার মাটি বাংলার জল, সব খবরই এখন এই বাংলায়”।