সংবাদদাতা, বর্ধমানঃ- এবার আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুঁ। পূর্ব বর্ধমান জেলার বেশ কয়েকটি ব্লকে। তার মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুঁ আক্রান্তের সংখ্যা কালনা মহকুমার ব্লক গুলিতে। সরকারি পরিসংখ্যান মোতাবেক জেলায় ৩০৩ জন ডেঙ্গুঁ রোগীর সন্ধান মিলেছে।
ডেঙ্গুঁ জ্বরের প্রকোপ বাড়ায় নড়ে চড়ে বসেছে জেলার স্বাস্থ্য দপ্তর ও। ব্লকে ব্লকে বিভিন্ন গ্রামে স্বাস্থ্য দপ্তরের টিম যাচ্ছে মশা ও মশার লার্ভা নিধনের জন্য। জেলা স্বাস্থ্য দপ্তর অবশ্য দাবি করেছে, বাইরে থেকে আসা রোগীরা পূজোর সময় তাদের নিজের গ্রাম বা শহরে ফেরার পর সংখ্যাটা বেড়েছে। এরকম ৭২ জন বাইরে থেকে সংক্রমন নিয়ে আসা রোগীকে চিনহিত করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার ২৩ টি ব্লক ও ৬ টি পুরসভা এলাকা জুড়েই তারা রয়েছেন। পূর্ব জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক – ২, সুনেত্রা মজুমদার জানান, ” আমাদের জেলার পরিস্থিতি এখনি ভয়াবহ বলার মতো নয়। তবু, পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহে পাঁচদিন আমাদের টিম বাড়ি বাড়ি যাচ্ছে”।
ডেঙ্গুঁ প্রতিরোধের বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তর সমান তালে জেলার গ্রাম – শহর জুড়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে। কালনা মহকুমা হাসপাতালে গত দেড় মাস যাবৎ এবং কাটোয়া মহকুমা হাসপাতালে গত এক মাস যাবৎ প্রায় ১৯০ জন ডেঙ্গুঁ রোগীর চিকিৎসা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়, বর্ধমান মেডিক্যাল কলেজের পাশাপাশি কাটোয়া মহকুমা হাসপাতালেও এলাইজা টেস্ট করানোর ব্যবস্থা হয়েছে, বলে স্বাস্থ্য কর্তারা জানান।