সংবাদদাতা, আসানসোলঃ- কালী পূজোর মুখে তিনদিনের টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়ল রাষ্ট্রায়ত্ব খনি সংস্থা ই সি এল। সংস্থার মোট ১৪ টি এরিয়ার ২৩ টি খোলামুখ খনিতে জল ভর্তি হয়ে যাওয়ায় কোনো উৎপাদনই সম্ভব হয়নি। এর ফলে সংস্থার প্রায় ৭০ কোটি টাকার লোকসান হয়েছে। বলে ই সি এল সূত্রে জানা গেছে।
রাষ্ট্রায়ত্ব ই সি এলের লাভজনক খনি প্রকল্প হল ঝাড়খন্ডের রাজমহল আর পান্ডবেশ্বরের সোনপুর – বাজারি। রাজমহল প্রকল্পে রোজ ৪৫,০০০ টন আর সোনপুর বাজারিতে রোজ ৩০,০০০ টন কয়লা উত্তোলন হয়। পাশাপাশি, কাজোড়া, শ্রীপুর এরিয়ার বাকি ২১ টি খোলামুখ খনি থেকে ২৫,০০০ টন কয়লা তোলা হয়।
তবে, তিনদিনের টানা বৃষ্টি খনি সংস্থার উৎপাদনে জোর ধাক্কা দিয়েছে। ই সি এলের শাঁকতোড়িয়া সদর দপ্তর সূত্রে জানা গেছে, খনিতে জল ভর্তি হয়ে যাওয়ায় তিনদিনে ৭০ কোটি টাকার উৎপাদন ক্ষতি হল সংস্থার।
উল্লেখ্য, চলতি আর্থিক বছরে ৫২ মিলিয়ন টন কয়লা তোলার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ই সি এলকে। সংস্থারই একটি সূত্রে জানায়, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত লক্ষ্যমাত্রার মাত্র ৪০ শতাংশই উৎপাদন করতে পেরেছে ই সি এল।