সংবাদদাতা, আসানসোলঃ- কয়লা উৎপাদনে নয়া নজির গড়ল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ই.সি.এল)। রাষ্ট্রায়ত্ব খনি সংস্থার বেশ কিছু কয়লাখনি যখন বিলগ্নীকরনের আশঙ্কায় দিন গুনছে, সংস্থার এই রেকর্ড উৎপাদন তখন কিছুটা হলেও ক্ষতে প্রলেপ বলে ই.সি.এলের আধিকারিকদের একাংশের অভিমত।

নভেম্বর মাসে ই.সি.এলের খনিগুলি সন্মিলিত ভাবে ৪৩.৪ লক্ষ টন কয়লা উৎপাদন করেছে। সংস্থার চেয়ারম্যান প্রেম সাগর মিশ্র জানান, “এক মাসে কয়লা উৎপাদনের হিসাবে এটি সর্বকালীন রেকর্ড। শুধু খনি থেকে কয়লা উৎপাদনই নয়, আমাদের খনিগুলি কয়লা পরিবহন এবং পাথর-মাটি সরানোর ক্ষেত্রেই এবার নয়া নজির গড়েছে”। উল্লেখ্য, চলতি আর্থিক বছরে ই.সি.এলের কয়লা উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫৩০ লক্ষ টন। পাঁচ বছর আগেও, ৩০০ লক্ষ টন কয়লা উৎপাদন ই.সি.এলের খনিগুলির কাছে দুঃসাধ্য ছিল, বলে সংস্থা সূত্রে খবরে প্রকাশ হয়েছে।