সংবাদদাতা,কাঁকসা:- মহালয়ার দিনে কাঁকসার চুয়া গ্রামের আদিবাসী মানুষদের একটু আনন্দ দিতে ছোটছোট শিশু দের জন্য ডিম ভাত ও ফলের ব্যবস্থা করলো বিধাননগর এডুকেশন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কাঁকসার চুয়া আদিবাসী গ্রামের মানুষদের উৎসবের আনন্দ দিতে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার রাজশ্রী মুখার্জী। তিনি বলেন আদিবাসীদের উন্নয়নের জন্য তিনি যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান।এর আগেও বিভিন্ন গ্রামে তিনি নানান অনুষ্ঠান করেছেন আদিবাসীদের উন্নয়নের জন্য। আগামী দিনেও তাদের বেশ কিছু অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জনালেন রাজশ্রীদেবী।