eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ায় হাতির হানায় আহত এক স্কুল পড়ুয়া

বাঁকুড়ায় হাতির হানায় আহত এক স্কুল পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: ফের হাতির হানায় গুরুতর আহত হল এক স্কুল পড়ুয়া ।আহত ছাত্রের নাম আবু জাফর মন্ডল । তার বাড়ি বিষ্ণুপুরের বাগডোগরা গ্রামে বাগডোগরা সিদ্দিকী হাই মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র জফর। স্থানীয় সূত্রে খবর গতকাল রাত্রিবেলায় ৭০ থেকে ৭৫ টি একটি হাতির দল গ্রামে ঢুকে পড়লে বনদপ্তরে কর্মীদের সাথে হাতি তাড়াতে গেলে হাতির কবলে পড়ে জাফর। একটি হাতি তাকে শুঁড়ে করে আছাড় মারলে গুরুতরভাবে আহত হয় সে। বর্তমানে সে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।গত দেড় সপ্তাহ ধরে বেলিয়াতোড় ও বড়জোড়া রেঞ্জের বিভিন্ন গ্রামে উপর্যুপরি হাতির হানায় অতিষ্ঠ জনজীবন। গত শুক্রবার ভোররাতে বর্ডার গদারদিহি হাই স্কুলের তাণ্ডব চালায় দুটি দাঁতাল হাতি। তারা লুট করে মিড ডে মিলের সমস্ত চাল এবং আলু । তার আগের সপ্তাহে বেলিয়াতরে আরেকটি আইসিডিএস সেন্টারের তাণ্ডব চালায় আরো একদল দাঁতাল। হাতির অত্যাচারে অতিষ্ঠ সংগ্রামী গণমঞ্চের পক্ষ থেকে বাঁকুড়ার রেসিডেনশিয়াল হাতিগুলোকে ময়ূর ঝর্ণা প্রকল্পে পাঠিয়ে দেওয়ার দাবি উঠেছে ইতিমধ্যেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments