সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাত হলেই তাড়া করে বেড়াচ্ছে একরাশ আতঙ্ক। শান্তিতে স্বস্তির ঘুম ঘুমাতে পারছেন না বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ এলাকার জঙ্গল লাগোয়া চন্দনপুর, পিড়রাবনি, কাওলিয়া, বৃন্দাবনপুর, বড়কুড়া, রাওতোড়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। সন্ধ্যে নামলেই বেশ কয়েকটি শাবক সহ ২৪ টি হাতির এক দল দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে। ইতিমধ্যে চাষাবাদের ব্যপক ক্ষতির পাশাপাশি গ্রামে থাকা ধানের আড়ত, বাড়ি-ঘর, দোকান পাট ঐ হাতির দলটির আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। তবে গ্রামবাসীরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গলে খাবার কমে যাওয়ার কারণেই বার বার গজরাজের দল গ্রামে ঢুকে তাণ্ডবলীলা চালাচ্ছে। বৃহস্পতিবার ঐ এলাকায় গিয়ে দেখা গেল, হাতির আক্রমণে ভেঙ্গে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। দোকান, ধানের আড়তের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে খেয়ে ফেলেছে মজুত থাকা খাদ্যশস্য।এই অবস্থায় গ্রামবাসীরা হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবী জানাচ্ছেন। স্থানীয় বনাধিকারিক এবিষয়ে বলেন, হাতির দলটিকে কোনমতেই সরানো যাচ্ছেনা। তবে তার চেষ্টা চালানো হচ্ছে জোরদার। একই সঙ্গে ক্ষতিগ্রস্তরা প্রত্যেকেই সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলে জানান তিনি।