eaibanglai
Homeএই বাংলায়হাতির পাল দু'রাতে গেল ৮ কিমি

হাতির পাল দু’রাতে গেল ৮ কিমি

সংবাদদাতা, বিষ্ণুপুরঃ- যেন নড়তেই চাইছে না দলমা থেকে আসা ৪০ টি হাতির পাল। হাজার চেষ্টা করেও দু’দিনে মাত্র ৮ কিলোমিটার তাদেরকে সরাতে পেরেছে বন দপ্তর। জয়পুর রেঞ্জের কোশির জঙ্গল থেকে দলটি দু’রাতে সবে মাত্র বেল গুলিয়ার জঙ্গঁল অব্দি গেছে। এটি বিষ্ণুপুর আর বাঁকাদহ রেঞ্জের মাঝামাঝি।
“আমরা দলটিকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জঙ্গঁলে ফেরৎ পাঠাতে চাইছি। চেনা পথ ধরেই ওরা যাবে। তবে, দলে ৭ টি বাচ্চা হাতি থাকায় ওদের গতি মন্থর হচ্ছে”, জানালেন বিষ্ণুপুরের পাঞ্চেৎ বন বিভাগের কর্তা নীলরতন পন্ডা।
গত বৃহস্পতিবার গড়বেতার ধাদিকা বিট এলাকা থেকে দ্বিতীয় বারের জন্য বিষ্ণুপুর মহপুমায় ঢোকে। তান্ডব চালায় অন্ততঃ দেড় ডজন গ্রামের চাষের জমিতে।
দলটি কংসাবতী নদি পেরিয়ে প্রথম ঢোকে ২ জানুয়ারি। পরদিন ভোরে সেটি আপনা থেকেই চলে যায় গড়বেতার জঙ্গঁলে। ফের ফিরে আসে বৃহস্পতিবার সন্ধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments