সংবাদদাতা,বাঁকুড়া:- গত কয়েকদিন ধরে পাত্রসায়ের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার গ্রামবাসীরা। পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে । সম্প্রতি একটি হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পাত্রসায়ের রেঞ্জের ময়রা পুকুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল । আবারও হাতির তাণ্ডবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো কৃষকদের । এবার পাত্রসায়ের রেঞ্জের নারায়ণপুর পঞ্চায়েতের মুড়াপাড়া গ্রামে বিঘার পর বিঘা কপির জমি নষ্ট করেছে হাতির দলটি । অনেক গরিব চাষি রয়েছেন যারা মহাজনের কাছে ঋণ নিয়ে কপি চাষ করেছেন কিন্তু হাতির তাণ্ডবে যেভাবে ক্ষতি হলো তাতে আগামী দিনে তাদের সংসার কিভাবে চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের । শুধুমাত্র কপি নয় অন্যান্য সবজি এবং ধানের ব্যাপক ক্ষতি হয়েছে চাষিদের । বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান নারায়ণপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রশান্ত সাল, কথা বলেন কৃষকদের সঙ্গে এবং বনদপ্তরের সহযোগিতা নিয়ে দ্রুত তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় তার আশ্বাস দেন তিনি ।
অন্যদিকে সোনামুখীর জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার ধানচাষীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে । ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের দ্রুত আর্থিক ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় তার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা । এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানান, হাতিগুলোকে আমরা দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি । পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি ।