নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম এবং প্রসিদ্ধ পার্ক হল কুমারমঙ্গলম পার্ক। তবে বেশ কয়েক বছর ধরে এই পার্কটি নানান বিতর্কে জড়িয়ে পড়েছে। এবার আবার পার্কের কর্মচারীরা পার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে। কর্মচারীদের বিক্ষোভ দেখানোর প্রধান কারন হল তাদের বেতন সংক্রান্ত ব্যাপার নিয়ে। এই বিক্ষোভটি আজ দুপুর পর্যন্ত গড়ায়। পরে পার্কের কর্ণধার এসে নিয়মিত বেতন দেবার আশ্বাস দিলে তখন পার্কের কর্মচারীরা এই বিক্ষোভটি তুলে নেয়। অন্যদিকে পার্কের কর্মচারীরা পার্ক কর্তৃপক্ষকে এটাও হুমকি দেয় যে ফের যদি কখনো বেতন সংক্রান্ত সমস্যা হয় তাহলে তারা পরবর্তী কালে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এমনিতেই কুমারমঙ্গলম পার্ক দুর্গাপুর বাসীর কাছে এক গর্ব। কিছুদিন পার্ক কর্তৃপক্ষ এই পার্কটিকে এক বেসরকারি সংস্থার হাতে তুলে দেয়। পার্ক লিজ পায় ‘এক্সালেট সার্ভিসেস লিমিটেডে’ নামক এক সংস্থার কাছে। বর্তমানে এই সংস্থার আধিকারিক দেবাশীষ রায়। দেবাশীষ বাবু বলেন, “আমাদের নিজস্ব কিছু সমস্যার জন্য পার্ক কর্মীদের বেতন দিতে অসুবিধা হচ্ছিল, তবে পরবর্তী কালে এই রকম পরিস্থিতি আর আসবে না। বলে তিনি পার্ক কর্মীদের আশ্বাস দিয়েছেন”।
Home Flash News কুমারমঙ্গলম পার্কের বেতন সংক্রান্ত ব্যাপারে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ কর্মচারীদের