সঞ্জীব মল্লিক,বাঁকুড়াঃ- গত ১১ ডিসেম্বর সোনামুখীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এবং পদযাত্রার মাধ্যমে সোনামুখী বিধানসভার বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির শুভ সুচনা হয়েছিল । তারপর থেকে ১০ দিন ধরে সোনামুখী বিধানসভার সমস্ত পঞ্চায়েত গুলিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি পালন করেছেন । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির সূচনা করেছিলেন। আজ সোনামুখী ব্লকের হামিরহাটি পঞ্চায়েতে পদযাত্রা এবং পথসভার মাধ্যমে হামিরহাটি পঞ্চায়েতের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি সমাপ্ত হলো। এদিনের পদযাত্রায় আড়াই থেকে তিন হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী অংশগ্রহণ করেছিলেন । পদযাত্রা শেষে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভে সামিল হন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় , সোনামুখী ব্লক সম্পাদক সোমনাথ মুখার্জী সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, “আজকের মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । এই কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরো বেশী মজবুত হবে বলে তাঁর আশা।”