সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
প্রবল বৃষ্টির মধ্যে সন্ধ্যায় রঘুনাথগঞ্জ এলাকায় অবস্থিত ডিমের আড়ৎ বন্দ করে মোটার সাইকেলে বাড়ি ফেরার পথে আহিরণ ব্রিজের কাছে দুই প্রতিষ্ঠিত ব্যাবসায়ী কে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নগত ৮ লক্ষ টাকা ছিনতাই করে পালালো কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটে আহিরন ব্রীজের কাছে। সূত্রের খবর বৃষ্টি চলতে থাকায় ওই দুই প্রতিষ্ঠিত ব্যাবসায়ী সাহিম সেখ ও নাকিবুল সেখ নিজেদের আড়ৎ এর হিসেব নিকেশ সেড়ে একসাথে ৮ লক্ষ টাকা নিয়ে মোটর বাইকে করে রঘুনাথগঞ্জ থেকে সুতির নয়া বাহাদুরপুর বাড়িতে ফিরছিলেন। পথে আহিরন ব্রীজের কাছে আসতেই পিছন থেকে একটি বুলেরো গাড়ি বৃষ্টির মধ্যে তাদেরকে ধাক্কা মেরে জঙ্গলে ফেলে দেয়। তারপর ৩জন দুস্কৃতি গাড়ি থেকে নেমে সাহিম ও নাকিবুলকে মারধোর করে ৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। স্থানীয়রা ছুটে আসতেই তারা বুলেরো গাড়িটি ফেলে পালিয়ে যায়। আহত দুই ব্যাক্তিকে উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷ পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।