সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
প্রায় ৩০০ বছর প্রাচীন মুর্শিদাবাদের লালবাগের নশীপুরের রামানুজ সম্প্রদায়ের সাধুদের আখড়া মেতে উঠল রাসের উৎসবের সন্ধ্যায়। এই আখড়ায় নিয়মিত ভাবে এই উৎসব চলে আসছে। হিন্দু দেব দেবীর প্রায় হাজার খানের মুর্তি রয়েছে এই আখড়ায়। বহুমুল্য ধাতুর মুর্তিও রয়েছে এখানে। বিশেষ বিশেষ দিন গুলিতে এই সব মুর্তি গুলি জনো সমক্ষে আনা হয়। সেইমত মঙ্গলবার রাস উৎসব উপলক্ষ্যে রাধা কৃষ্ণের মুর্তি বিশেষ পুজো ভাবে পুজো করা হয়। সুন্দর ভাবে সাজান হয় আখড়া, এখানে কৃষ্ণের কোষ্ঠী পাথরের মুর্তী রয়েছে, রাধা এখানে অষ্ট ধাতুর। সোনার কাজ করা ছাতা দিয়ে সাজান হয়, কাঠের তৈরী সখীদের নিয়ে রাস লিলায় মেতে উঠে রাধাকৃষ্ণ। রাজ্য ও রাজ্যের বাইরে থেকে নশীপুর আখড়ার রাস দেখতে মানুষের ভিড় উপচে পরে। রাস পুর্নিমার প্রস্তুতি শুরু হয়েছে প্রায় একমাস আগে থেকে, কার্তিক মাসের পুর্নিমা থেকে চুতুর্থী পর্যন্ত এই রাস উৎসব চলবে। বিস্তারিত জানালেন নশীপুর আখড়ার মহান্ত রাঘব দাস আচারিয়া। তিনি বলেন,”এই দিনটা একটা বিশেষ দিন সারা বছর জেলা তো বটেই আশেপাশের পড়শী জেলার মানুষও অপেক্ষা করে থাকেন লালবাগের নসিপুরের রাস উৎসবের জন্য”।