সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
সবেমাত্র ভরসন্ধ্যায় জমেছিল আসর।আর তার আগেই রনে ভঙ্গ দিল লালগোলা থানার বিশাল পুলিশ বাহিনী। সন্ধ্যায় স্থানীয় লালগোলার উত্তর সুদর্শন গঞ্জ এলাকার একটি বাড়ির গোপন জুয়ার আস্তানা থেকে বিপুল টাকা সহ জুয়ার ওই বোর্ড চালানোর অপরাধে মূল মালিককে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতের নাম মোঃ নবাবজান।তল্লাশি চালিয়ে ওই জুয়ার বোর্ড থেকে এককালীন মোট ১৩৫০০০টাকা বাজেয়াপ্ত করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।