সংবাদদাতা, বালুরঘাটঃ- জানুয়ারি প্রায় শেষ লগ্নে এসেও ঠান্ডায় জবুথবু বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা। আজ সকাল থেকেই কুয়াশার আড়ালে মুখ ঢেকেছে সূর্যদেব। আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২। চারিদিকে ফুলের মেলা, কৃষিক্ষেত গুলো ভরে উঠেছে বিভিন্ন রকম শাকসবজিতে। সবুজের এই সমাহারের ছবি সংগ্রহে রাখতে ফটোগ্রাফাররাও বেরিয়ে পড়েছেন বিভিন্ন মাঠ মাঠ প্রান্তরে। অপরদিকে ঠাণ্ডা থেকে বাঁচতে এবং একটু উষ্ণতার ছোঁয়া পেতে বালুরঘাটবাসী সাহায্য নিচ্ছে আগুনের। তারা যে যেমন করে পারছে একটু আগুন জ্বলে আগুনের সামনে বসে একটু উষ্ণতার খোঁজ করতে চাইছে। ঠান্ডায় একটু সমস্যায় পড়লেও কুয়াশা, ফুল, সবজি, আগুনের ছোঁয়া সবমিলিয়ে বালুরঘাটবাসী ভালোই উপভোগ করছে এই বছরের শীতকে।