সংবাদদাতা, বাঁকুড়াঃ- দু সপ্তাহ ধরে লক ডাউন। চূরান্ত আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন কারখানার শ্রমিকরা। এই অবস্থায় বকেয়া দু মাসের বেতনের দাবিতে বাঁকুড়ার মেজিয়ার নন্দনপুর এলাকায় থাকা একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। অবিলম্বে বকেয়া বেতন না মিটিয়ে দিলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন শ্রমিকরা।
বাঁকুড়ার মেজিয়ার নন্দনপুর এলাকায় দিব্যজ্যোতি স্পঞ্জ আয়রন প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় স্থানীয়দের পাশাপাশি প্রায় তিনশো বহিরাগত শ্রমিক কাজ করেন। এই শ্রমিকদের মধ্যে একটা বড় অংশের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া আছে। একে গত দুমাসের মাইনে বন্ধ তার উপর লকডাউন স্বাভাবিক ভাবেই শ্রমিকদের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। শ্রমিকদের দাবি তাঁদের কাছে দুবেলা খাওয়ার পয়সাটুকুও অনেকের কাছে নেই। দু মাস ধরে মাইনে না মেলায় অনেক শ্রমিক সময়মতো নিজের পরিবারের কাছে টাকা পাঠাতে পারেননি। ফলে এই লকডাউনের বাজারে চূড়ান্ত সমস্যায় পড়েছেন ভিন রাজ্যের এই শ্রমিকদের পরিবারগুলিও। ফলে চূড়ান্ত দুরাবস্থার মধ্যে দিন কাটছে শ্রমিকদের। স্থানীয় শ্রমিকদের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। সময়মতো বকেয়া মাইনা না মেলায় দোকান থেকে রেশন সামগ্রী কিনতে পারছেন না তারা। এই মত অবস্থায় সংসার চালানো বড় দায় হয়ে উঠেছে তাদের কাছে। অভিযোগ কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন মেটানোর জন্য একের পর এক ডেট দিলেও তা দিতে টালবাহানা করছে। এই অবস্থায় বাধ্য হয়েই আজ কারখানার দরজার সামনে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের তরফে বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস মিলেছে তবে লকডাউন ওঠার পরেই তা মিলবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।