সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোলের রেলপারের জাহাঙ্গীর মহল্লায় রহমানিয়া স্কুলে ক্লার্ক এর পদে কর্মরত গোলাম সরোবরের ভুয়ো শিক্ষাগত শংসাপত্র রয়েছে। এই অভিযোগ তুলে রেলপারের কয়েকজন মানুষ আসানসোলের সুকান্ত ময়দানে জেলা স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন দেয়।তাদের অভিযোগ জাঙ্গাহির মহল্লায় রহমানিয়া স্কুলে ক্লার্ক এর পদে কর্মরত রয়েছেন গোলাম সরোবর। গোলাম সরোবর আসানসোলের পৌরনিগমের বোরো চেয়ারম্যান রয়েছেন। কিন্তু গোলাম সরোবর ওই স্কুলের ক্লার্ক এর পদে নিয়োগের জন্য যে শিক্ষাগত শংসাপত্র দিয়ে ছিলেন সেটি ভুয়ো রয়েছে। তাই অবিলম্বে তার শিক্ষাগত শংসাপত্র বিষয় নিয়ে তদন্ত করা হোক। এদিন এই বিষয়ে স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে। যদি খুব শীঘ্রই তদন্ত শুরু না হলে তাহলে এই বিষয়টি উচ্চ আধিকারিক এবং শিক্ষামন্ত্রী কে বিষয়টি জানানো হবে। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি গোলাম সরোবর।