সংবাদাতা,মুর্শিদাবাদ:-
বিগত কয়েক দিনের বৃষ্টির জেরে কয়লা ব্যাপক ভাবে ভিজে যাওয়ায় এবার ফারাক্কা এনটিপিসির বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বড়সড় ধাক্কা লাগার সম্ভাবনা তৈরী হয়েছে। এই খবর চাউর হতেই জেলার সর্বত্র চাঞ্চল্য দেখা দিয়েছে।জানা যায়, এনটিপিসির এর ২১০০মেগাওয়াটের মোট ৬টি ইউনিট মধ্যে ২টি ৫০০মেগাওয়াটের ইউনিট বসে যাওয়ায় প্রায় ১০০০মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ঘাটতি দেখা দিতে পারে।যদিও এই পরিস্তিতিতে যাতে কোন ভাবেই রাজ্যে কোথাও বিদ্যুতের ঘাটতি দেখা না দেয় তার জন্য পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধ কালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে।মূলত ফারাক্কা এনটিপিসির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাশের ঝাড়খণ্ড থেকে ওয়াগনে করে কয়লা আনা হয়।আর এই টানা বৃষ্টিতে ওই কয়লা ভিজে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে।এই ব্যাপারে ফারাক্কা ফারাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ জানায়,”যাতে কোন ভাবেই কোথাও বিদ্যুতের ঘাটতি না ঘটে তার জন্য সব রকমের চেষ্টা চলছে।চিন্তার কিছু নেই রাজ্যর বাসিন্দাদের”।