সংবাদদাতা, বুদবুদঃ- পূর্ব বর্ধমানের বুদবুদের কসবা গ্রাম, এই গ্রামে এক সময় ব্যাপক পরিমানে আলু চাষ হত। কিন্তু বর্তমানে এই এলাকার কৃষকরা আলু চাষ ছেড়ে ফুল চাষে আগ্রহী বেশি দেখা যায়। কৃষকরা বলেন আলু চাষ এর থেকে বেশি লাভ হলো ফুল চাষে। কারণ শীতের আগে চারা লাগানোর পর একটু পরিচর্চা, নিয়মিত সার, জল দেওয়া ব্যাস। তিন দিন কিংবা চার দিন পর সমস্ত ফুল তুলে তা বাজারে পাঠানো, সাথে সাথে নগদ টাকা হাতে পাওয়া।
বিঘা প্রতি ২০০০ টাকা করে চারা, কয়েক বস্তা সার, সাথে ইউরিয়া সহ অন্যান্য খরচ বাদে বিঘা প্রতি পঞ্চাশ হাজার টাকা করে লাভ হয় তাদের। একদিকে যেখানে আলু চাষ করলে যেমন থাকে পরিশ্রম, তার সাথে থাকে সংরক্ষণ, অপর দিকে লাভের পরিমান নিশ্চিত থাকে না তাদের। সেই জায়গায় ফুল চাষ করলে কোনো সংরক্ষণের সমস্যা থাকে না চার দিন পর পর নগদ টাকা হাতে পাওয়া তো রয়েছেই।
অপর দিকে এলাকায় ফুল চাষ হলে এলাকার মহিলাদের কর্মসংস্থান বাড়ে। ফুলের মালা গেঁথে তারা এলাকার মহিলারা যে পরিমান অর্থ রোজকার করে তা দিয়ে সংসারের খরচ কিছুটা সামাল দেয় তারা।
কৃষকরা বলেন যদি সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে আরও অনেক কৃষক ফুল চাষে আগ্রহী হত। একই সাথে ভালো মুনাফা হতো তাদের।