সংবাদদাতা কলকাতা :- প্রয়াত হলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত।মাত্র ৬৩ বছর বয়সে থমকে গেল প্রখ্যাত এই ডিজাইনারের জীবন। বৃহস্পতিবার রাতে ব্রড স্ট্রিটের নিজের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়।প্রাথমিক ভাবে অনুমান হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন তিনি। তবে বড় কোনও অসুস্থতার খবর ছিল না। পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে।
নয়ের দশকের মাঝামাঝি সময়ে ফ্যাশন দুনিয়ায় অন্য ধারা নিয়ে কাজ শুরু করেন শর্বরী। ভারতে তাঁর মতো পুরুষদের ফ্যাশন নিয়ে কেউ কাজ করেনি আগে। বলতে গেলে শর্বরীদেবী প্রথম ভারতীয় ডিজাইনার যিনি পুরুষদের ফ্যাশন নিয়ে কাজ শুরু করেন। তিনিই ভারতীয় পুরুষদের ফ্যাশন ট্রেন্ড সেট করে দিয়েছিলেন বলা যায়। নীল, হলুদ, সবুজ রং বাহারি ধুতির চল তার হাত ধরেই শুরু।রঙিন ধুতির পাড়ে কাঁথা স্টিচ বা রাজস্থানী প্রিন্ট–এসবের সৃষ্টি ছিল তাঁরই। তার সঙ্গে দেশবিদেশের সংস্কৃতিকে পোশাকে ফুটিয়ে তুলতেন শর্বরী। পুরুষদের জন্য বিশেষ সোনার গয়নাও ডিজাইন করেছেন তিনি। তাঁর ডিজাইন করা পোশাকে সাজেননি এমন অভিনেতা কমই আছেন। শুধুমাত্র অভিনেতা নন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট পুরুষ ব্যক্তিত্বরা সেজেছেন তাঁর পোশাকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ফ্যাশন জগতে।