সংবাদদাতা, ক্যানিং:-
রেশন কার্ড আর আধার কার্ড নিয়ে বচসার জেরে নিজের ছেলে কে রামদা দিয়ে কোপালো খোদ বাবা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অঙ্গদ বেড়িয়া গ্রামে।

গুরুতর জখম অবস্থায় ভরত সরদার নামে ঐ যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গেছে ভরত সরদার নামে ঐ যুবক বিয়ে করে স্ত্রীকে নিয়ে ইদানিং পৃথক ভাবে বসবাস করছিল। বাবা-মা’র কাছে তার আধার কার্ড ও রেশন কার্ড ছিল। পরিবারের আয় কম হওয়ার জন্য রেশন ধরে সংসার চালানোর তাগিদে সোমবার রাতে ভরত তার বাবা বাবুরাম সরদারের কাছে আধার কার্ড ও রেশন কার্ড চাইতে গেলে বচসা বাধে। ইতি মধ্যে বাবুরাম সরদার ঘর থেকে বিশাল বড় রামদা বের করে ছেলে কে আচমকা কোপ মারতে থাকে।

রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে বাবুরাম পালিয়ে যায়। প্রতিবেশীরা ভরতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় এবং নাকে ব্যাপক আঘাত লাগায় তার অবস্থা আশাঙ্কাজনক। গ্রামের মধ্যে আচমকা এমন ঘটনা ঘটায় আতঙ্কিত গ্রামবাসীরা।