সংবাদদাতা, নদিয়া
হনুমান আতঙ্কে গৃহবন্দী গোটা গ্রাম। মঙ্গলবার সকালে ২০ টি হনুমান গোটা গ্রাম জুড়ে ঘুরে বেড়ায়। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার হবিবপুরের তারাপুর গ্রাম পঞ্চায়েতের সুরেশ নগর গ্রামে। বাড়ির ছাদ সহ রাস্তায় মানুষ দেখলেই আক্রমণ করতে থাকে তারা। নখ দিয়ে আঁচড়ে মাংস তুলে নিল মহিলাসহ ৫ জনের। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি রানাঘাট হাসপাতালে নিয়ে যাই। প্রায় পরপর পাঁচজনকে আক্রমণ করে হনুমান গুলি। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রামের মানুষ। দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতর বসে থাকে হনুমানের ভয়ে। ঘটনার পরিপ্রেক্ষিতে তারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, আমি নিজেও আতঙ্কিত। ঘটনার বিবরণ বনদপ্তরের কাছে দেওয়া হলে তারা এই মুহূর্তে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছেন। বনক দপ্তর থেকে বলা হয়, আপনারা নিজেরাই সঙ্ঘবদ্ধ হয়ে হনুমান গুলো কে তাড়িয়ে দিন। কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারেননি শহর এলাকার মানুষজন। যদি প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি কোন ব্যবস্থা না নেওয়া হয়। এভাবে আতঙ্কিত হয়ে থাকতে হবে তাদের।