eaibanglai
Homeএই বাংলায়অবশেষে বাঁকুড়ায় তৈরি হতে চলেছে রেল হল্ট স্টেশন

অবশেষে বাঁকুড়ায় তৈরি হতে চলেছে রেল হল্ট স্টেশন

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :

অবশেষে পেলে সবুজ সংকেত।বাঁকুড়া কাড়জুড়িডাঙ্গা হল্ট স্টেশনের দাবি উঠেছিল দীর্ঘদিন ধরে। এর জন্য হয়েছে অবরোধ বিক্ষোভ কর্মসূচিও। ডান এবং বাম আমলেও এই হল স্টেশন নিয়ে মানুষ দাবী জানিয়েছেন সাংসদ মন্ত্রী এবং বিধায়কদের কাছে। কিন্তু প্রতিশ্রুতি সার। বাস্তবে রূপ পায়নি এই হল্ট স্টেশন। কিন্তু আজ এই হল্ট স্টেশন হওয়ার জন্য প্রস্তাবিত ব্যয় বরাদ্দ সাংসদ কোটা থেকে দেওয়ার জন্য প্রস্তাব এসেছে বাঁকুড়ার সাংসদ সরকারের কাছে। আর এতেই খুশি বাঁকুড়া সহর তথা জেলার মানুষ। দীর্ঘদিন ধরে বাঁকুড়া জেলায় এক পান্তে রয়েছে বাঁকুড়া রেল স্টেশন। কিন্তু ধারে ভারে বেড়েছে বাঁকুড়া শহর। বিস্তৃতি লাভ করেছে শহর ছাড়িয়ে পাঁচবাগা, কাড়জুড়িডাঙ্গা,কেশরা পর্যন্ত।এই সব এলাকা বাঁকুড়া রেল স্টেশন দূরত্ব ৪ থেকে ৫ কিমি। বাঁকুড়া স্টেশন যেতে বাঁকুড়ার ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দূর-দূরান্তে থেকে যেতে দূর্ভোগে পড়েন অফিস ফেরত নিত্যযাত্রী থেকে এবং দূরদূরান্ত থেকে চিকিৎসা করে ফিরে আসা রোগী এবং রোগীর আত্মীয় সকলেই। এই হল্ট স্টেশন হলে সেই দুর্ভোগ অনেকটাই মিটবে বলে দাবি এলাকাবাসীর। এই প্রস্তাবে সাড়া দেবেন বলে জানিয়েছেন সাংসদ। বরাদ্দের অর্থ সাংসদ তহবিল থেকে অবিলম্বে দেওয়া হবে। সাধারণ বাঁকুড়াবাসী মানুষের কাছে এটাই হবে সাংসদের পুজো উপহার। নতুন প্রস্তাবিত রেল হল্ট স্টেশন বাস্তবে রূপ পেলে প্রভুত উন্নতি হবে এলাকার অর্থনীতি। হল্ট স্টেশন হলে যেমন সুবিধা হবে নিত্যযাত্রীদের, তেমনি দূরদূরান্ত থেকে রেলযাত্রী অনেকটাই সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments