সংবাদদাতা, কাঁকসাঃ- সারাদেশে চলছে লকডাউনের চতুর্থ পর্যায়। লকডাউনের বিধি-নিষেধ অনেক কিছুই শিথিল করা হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মানুষের সুবিধার্থে। পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে ফিরেছেন নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গে। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে করোনার মতন মারাত্মক রোগের হাত থেকে বাঁচাতে পারেন মানুষকে।
আজ কাঁকসার শ্রমিকরা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে আর্থিক সাহায্য করলেন। কাঁকসার বাঁশকোপার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা নিজেদের বেতনের টাকা থেকে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১৬ হাজার টাকার চেক দান করলেন। অন্যদিকে মানুষের সাহায্যের উদ্দেশ্যে মা তারা স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে ১৪১০০ টাকার একটি যেক এবং জনকল্যাণ সমিতির তরফ থেকে ৫০০১ টাকার চেক কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সীর হাতে তুলে দেন কারখানার শ্রমিকরা।