নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের সিটিসেন্টারে মহকুমা আদালতের সামনে বাতিল কাগজে আগুন লেগে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হল। স্থানীয়দের অভিযোগ, মহকুমা নির্বাচন দপ্তর থেকে জমে থাকা বহু বাতিল কাগজ রবিবার বাইরে আদালত চত্বরে ফেলে দেওয়া হয়। আজ ভোরবেলায় কেউ বা কারা ওই কাগজে আগুন লাগিয়ে দেয়। নিমেষের মধ্যেই শুখনো আবহাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যেখানে আগুন লাগে সেখানেই বহু আইনজীবীর নিজস্ব অফিস ও ছোট ছোট হোটেল রয়েছে। তারা ওই আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় দমকল বিভাগ কে। ইতিমধ্যেই ওই বিধ্বংসী আগুন নেভাতে তড়িঘড়ি করে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। দুপুর ১২টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
Home Flash News দুর্গাপুরের সিটিসেন্টারে মহকুমা আদালত চত্বরে বিধ্বংসী আগুনঃ এলাকা জুড়ে বিস্তর চাঞ্চল্য