সংবাদদাতা, বাঁকুড়াঃ-
ইন্দাস থেকে কোতুলপুর যাওয়ার সময় ইন্দাসের বাঁধের পাড়ের কাছে রাস্তার উপর দিয়ে ইলেকট্রিক-তার থাকায় খর বোঝায় লরিটি যাবার সময় সেই ইলেকট্রিক তার খরের মধ্যে লেগে যায় যার ফলে আগুন লেগে যায়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় লড়িটিকে রাস্তার পাশে উল্টে দেওয়া হয়। বিষ্ণুপুর থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকাবাসীর দাবি ইলেকট্রিক অফিসের বারেবারে জানিও ইলেকট্রিক তারটির সমাধান করেনি।
ইলেকট্রিকের তার নিচুতে থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।