রঞ্জিত সর্দার, সুন্দরবনঃ- সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সেই মত গভীর সমুদ্র পাড়ি দিয়েছিল মৎস্যজীবীরা। খারাপ আবহাওয়ার জন্য প্রশাসনের নির্দেশে মৎস্যজীবীরা যে যার ট্রলার নিয়ে বন্দরে ফিরছিল। গতকাল বিকাল চারটে নাগাদ গভীর সমুদ্রে ফিশিং করে ফেরার পথে পাল্টি খায় মাছ ভর্তি ট্রলার, এফ বি প্রসেনজিৎ। জম্বুদ্বীপের কাছে খারাপ আবহাওয়ার কারনে উল্টে যায় ট্রলার। ১৫ জন মৎসজীবীর মধ্যে ১২ জনকে উদ্ধার করে এফ বি মহাদেব নামে একটি ট্রলার। এই ১২ জন মৎস্যজীবী ট্রলারের ডেকে বসে থাকায় সমুদ্রে ভাসতে থাকে, বাকি ৩ জন ছিল কেবিনে মধ্যে থাকায় এখনও পর্যন্ত ৩ জন মৎসজীবী নিখোঁজ রয়েছে। নিখোঁজ মৎস্যজীবীরা হলো কৃষ্ণ দাস (৪৮) বাড়ি শিবকালিনগর কাকদ্বীপ। প্রদ্বীপ বিশ্বাস (৩০) বাড়ি পশ্চিম গঙ্গাধরপুর কাকদ্বীপ। শিবু বিশ্বাস (৫৫) বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রাম।