সংবাদদাতা, ক্যানিং :-
লক্ষ্মী পূজার রাতে বাড়ির সামনে মদ খেয়ে গালিগালাজ করে কয়েকজন যুবক। আর তার প্রতিবাদ করা, প্রতিবাদী কে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মার। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জিবনতলা থানার পিয়ালী কলোনি পাড়া গ্রামে। আহত, প্রমিলা মন্ডল (৭২), পরিতোষ মন্ডল (৪৭) ও শুকদেব মন্ডল (৩৫) সহ ৫ জন। ঘটনা সূত্রে, লক্ষী পুজা রাতে মদ খেয়ে বাড়ির সামনে গালিগালাজ করে কয়েকজন মদ্যপ যুবক।

আর এর প্রতিবাদ করতে এগিয়ে পাশে পরিতোষ। এরপর তাকে রাস্তায় ফেলে রড দিয়ে এলোপাতাড়ি মারে তারা। আর ছেলেকে বাঁচাতে ছুটে আসে মা। তাদের মার হাত থেকে রেহাই পাননি ওই বৃদ্ধা। এরপর রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। এ বিষয়ে জিবনতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান আহতের পরিবার