সংবাদদাতা, বাঁকুড়াঃ- অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন আগেই। করোনা মোকাবিলায় ৫২ লক্ষ টাকা মানুষের সেবায় নিয়োজিত করবেন তিনি। জেলার তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলা নেতৃত্বের কাছে এমনই প্রতিশ্রুতি দেন উত্তর বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী তথা দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র। এলাকাবাসীর কাছে যিনি শ্যাম দা নামেই বেশি পরিচিত। সেই প্রতিশ্রুতি পূরণে তিনি এগিয়ে এলেন। জেলার গঙ্গাজলঘাটি ব্লক থেকে সেই উদ্যোগের শুভ সূচনা করলেন তিনি। গঙ্গাজলঘাটি ব্লকের দশটি অঞ্চলের গরীব দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী প্রদানের মাধ্যমে জনসেবার এই মহতী উদ্যোগের শুভ সূচনা করলেন গৌতম মিশ্র।
এদিন সাত সকালেই চারটি লরিতে করে চাল আলু ডাল সাবান ও ম্যাক্স এসে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানা প্রাঙ্গণে। সেখান থেকে গঙ্গাজলঘাটি ব্লকের দশটি অঞ্চলে খাদ্য সামগ্রী চলে যায় জনগণের কাছে। বেশ কিছু মানুষের কাছে থানা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী তুলে দেন গৌতম মিশ্র সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। গৌতম বাবুর এই ব্যক্তিগত উদ্যোগের ভূয়শী প্রশংসা করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।