নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দুর্গাপুর ইস্পাত দু’নম্বর শাখার উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক খাদ্য আন্দোলনের শহীদ স্মরণে দিবস। ১৯৫৯ সালের ৩১ শে আগস্ট কলকাতায় মি নিরন্ন ভিক্ষুক মানুষদের ভুকা মানুষদের মিছিলে তৎকালীন সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালায় নিহত হন ৮০ জন মানুষ সেই দিনটিকে স্মরণ করে ৩০ শে আগস্ট সন্ধ্যায় কবি-সাহিত্যিক শিল্পী নাট্যকর্মীরা দুর্গাপুর ইস্পাত নগরী আজিজ মার্কেট সংলগ্ন প্রাঙ্গণে মিলিত হয়ে গান আবৃত্তি প্রাসঙ্গিক বক্তৃতা ইত্যাদির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যপরিচালক দীপক দেব সংগীত শিল্পী শ্রী বুদ্ধদেব সেনগুপ্ত কবি ও সামাজিক কর্মী মৃণাল বন্দ্যোপাধ্যায়, সুকমল ঘোষ সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক সীমান্ত তরফদার সোমনাথ গাঙ্গুলী। প্রমূখ ৩১ শে আগস্ট রাজ্যব্যাপী লকডাউন ঘোষণা একদিন আগে অনুষ্ঠানটি আয়োজিত হয় সামাজিক দূরত্ব বজায় ও সমস্ত বিধি-নিষেধকে যথাযথভাবে মেনে।