সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপির চন্দ্রশেখর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হল খেলা।এই খেলায় বিশেষ অথিতি হিসাবে ছিলেন প্রসূন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক, বর্তমান এমপি ছিলেন গৌতম সরকার জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও তৃণমূল স্পোর্টস সেলের সহ সভাপতি প্রবীর বিশ্বাস ও সাধারন সম্পাদক ইন্দ্রনীল বসু প্রমুখ।
এছাড়াও আজকের খেলায় উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলাপরিষদ খাদ্য কর্মধক্য সুজিত মুখার্জি।
এখানে এসে এমপি তথা প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক প্রসূন ব্যানার্জি জানান, এখানে তৃণমূল স্পোর্টস সেলের তত্ত্বাবধানে একটা ফুটবল একাডেমী তৈরি করা হবে, এবং যাতে এলাকার ছেলেরাই খেলবে। তিনি বলেন বর্তমান সময়ে আমরা ফুটবলে অনেক পিছিয়ে। আর না অনেক হোয়েছে বিদেশী খেলোয়াড় দিয়ে খেলানো। এবার আমরাই উন্নত ও দক্ষ খেলোয়াড় তৈরি করব, তারাই দেশের নাম উজ্জ্বল করবে।
