সংবাদদাতা,বুদবুদঃ- বুদবুদ বাইপাস থেকে বুদবুদ থানা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুই ধরে ফুটপাত দখল করে পড়ে রয়েছে বাড়ি তৈরির সরঞ্জাম। কোথাও সারি দিয়ে ফুটপাত দখল করে পড়ে রয়েছে বালির সার,আবার কোথাও বা পরে রয়েছে ইট, চিপস, গাছের গুড়ি। একদিকে ফুটপাত দখল অপরদিকে বালি, চিপস ক্রমশই রাস্তার ধার থেকে রাস্তার উপরে উঠে এসেছে। আর এর ফলেই সমস্যায় পড়েছেন বুদবুদের বাসিন্দারা। ফুটপাত না থাকার কারণে রাস্তার উপরে পরে থাকা বলি দিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। এছাড়াও রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে যান চলাচল করার ফলে ফুটপাত দখল থাকার জন্য সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষকে। রীতিমত জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এলাকার মানুষকে। স্থানীয়দের অভিযোগ কে বা কারা রাস্তার ধারে ইট, বালি, চিপস ফেলে রেখেছে তা তাঁদের জানা নেই। তবে ফুটপাত দখল হয়ে যাওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন। তাঁদের দাবি প্রশাসন বিষয়টির দিকে নজর দিক।
সমস্যার কথা স্বীকার করেছেন গলসি ১নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ চ্যাটার্জি। তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেলেও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ যে সত্য তা তিনি স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি লিখিত অভিযোগ জানানোর কাথাও জানিয়েছেন তিনি। অনুপবাবুর দাবি যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে রেখেছে তাদের বিরুধ্যে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।