সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
অল্পের জন্য বড় সড় ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পাথর বোঝায় মাল গাড়ি। তবে ওই মাল গাড়ির একাধিক রেক লাইন চ্যুত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ফলে থেকেই কাটোয়া – ফারাক্কা এবং কাটোয়া – রামপুর হাট শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় । কাটোয়া স্টেশানে দাঁড়িয়ে পড়ে আপ ইন্টারসিটি এক্সপ্রেস,আপ তিস্তা তোরসা কে দাঁড় করিয়ে রাখা হয় লালবাগ কোর্ট রোড স্টেশনে।এদিকে ঘটনার পরলাইন সারাতে তৎপরতা শুরু করে রেল কর্মীরা । কিন্তু কি ভাবে এই ঘটনা ঘটল কিংবা কতক্ষনেই বা ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে ব্যাপারে স্থানীয় স্টেশান ম্যানেজার কিছু বলতে চান নি । তবে রেলের জোনাল ইউজারস কনসাল কমিটির সদস্য তথা স্থানীয় বাসিন্দা অবনী প্রামাণিক বলেন, “ লাইনের কিছু ত্রুটির জন্য ওই ঘটনা টি ঘটে থাকতে পারে। তবে তা সারাতে বেশ সময় লেগে যাবে বলে জানতে পেরেছি”। রেল সূত্রে জানা গিয়েছ, পাকুড় থেকে পাথর ভর্তি একটি মাল গাড়ি আজিমগঞ্জ জংশানের উদ্দেশ্যে রওনা হয় । ওই গাড়িটি রামপুরহাট হয়ে আজিমগঞ্জ সিটি স্টেশানে ঢোকার আগে সিটি কেবিনের কাছে লাইন চ্যুত হয় । কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত রেল কর্তারা বলতে পারেনি । আপাতত লাইন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।