সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোল পৌরনিগমের বামফ্রন্টের প্রাক্তন কাউন্সিলর তথা পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ শাকিল আহমেদ তৃণমূলে যোগদান করলেন। এদিন আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের সামনে এক সমাবেশে মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। এর পাশাপাশি এদিন সিপিএম ছেড়ে 100 জন এবং বিজেপি ছেড়ে 100 জন কর্মীও তৃণমূলে যোগদান করে।এদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসানসোলে সিটি বাস স্ট্যান্ডের সামনে তৃণমূলের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে মন্ত্রী মলয় ঘটক, পৌরনিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অমরনাথ চ্যাটার্জি, পৌরনিগমের মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা অভিজিৎ ঘটক, তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এদিনের এই সমাবেশে মন্ত্রী মলয় ঘটক বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নেন। এর পাশাপাশি এদিন আসানসোলের বুধা এলাকার এক অনুষ্ঠানে যোগ দিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হন মলয়বাবু। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। রেল, বিএসএনএল, কয়লাখনির বেসরকারিকরণ করা হচ্ছে। ব্যাঙ্কিং সেক্টরে লুট হচ্ছে। বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েও কাউকে চাকরি দেওয়া হয়নি।