সংবাদদাতা মুর্শিদাবাদ:-
জেলাজুড়ে বেড়ে চলা মোবাইল চুরির গ্যাং এর হদিশ পেতে বড়সড়ো সাফল্য পেল মুর্শিদাবাদ পুলিশ।জেলার স্পেশাল অপারেশন স্কোয়ার্ড ও বহরমপুর পুলিশের যৌথ উদ্যোগে মোহাঃ নাসিম শেখ নামের এক যুবককে বমাল ৫১ টি মোবাইল সহ গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এক সাংবাদিক বৈঠক ডেকে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার বহরমপুর)অনিশ সরকার সে কথা জানান। ইদানিং জেলার সদর শহর বহরমপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বেড়ে চলেছে মোবাইল চুরির উপদ্রব।ফলে এই ঘটনায় তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। সেই মতো বিভিন্ন সোর্স ইনফরমেশনের ভিত্তিতে বুধবার রাতে পরে মালদার বৈষ্ণবনগর জেলার মোহাঃ নাসিম শেখ কে বহরমপুর এ ঢোকার পরই ধাওয়া করতে থাকে পুলিশ।একসময় পরই নাসিম শহরের ব্যস্ততম এলাকা প্রাঙ্গণ মার্কেট এর কাছে ব্যাগ নিয়ে এসে হাজির হয়।সেখানেই একজনকে ওই চুরির মোবাইল গুলি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সে আসে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে। তারপরেই পার্শ্ববর্তী মোহনা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার জানান,”পেশায় দিনমজুর নবম শ্রেণী উত্তীর্ণ ওই ব্যক্তি মোহাঃ নাসির কে তল্লাশি চালিয়ে তার ব্যাগের মধ্যে থেকে পরপর সাজানো ৫১ টি বিভিন্ন নামিদামি সংস্থার মোবাইল উদ্ধার হয়। এই ঘটনার পেছনে আর কে বা কারা জড়িত আছে তা জানতে জোর তার তদন্ত চালাচ্ছে পুলিশ”। এদিন গ্রেপ্তার হওয়া নাসিরকে সাত দিনের পুলিশ হেফাজতে বহরমপুর এসিজেএম আদালতে তোলা হয়। শেষ পাওয়া খবরে জানা যায় বিচারক নাসিরকে ১৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।