সংবাদদাতা, বাঁকুড়াঃ- আজ চতুর্থ শ্রমিক স্পেশ্যাল ট্রেন এসে পৌঁছালো বাঁকুড়া রেল স্টেশনে। আজ সকাল ৬ টা নাগাদ ট্রেনটি গুজরাটের আমেদাবাদ থেকে সরাসরি বাঁকুড়া রেল স্টেশনে এসে পৌঁছায়। শ্রমিক স্পেশ্যাল ট্রেন থেকে মোট ৫৪ জন পরিযায়ী শ্রমিক স্টেশনে নামে। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ৫৪ জনেরই থার্মাল স্ক্রিনিং করানো হয়। এবং এরই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেবার জন্য একটি স্পেশ্যাল বাসের ব্যবস্থাও করা হয়। অনেকদিন ধরে লকডাউনের জেরে আটকে থাকা খাতড়ার লাল্টু দুলে, ধরণী গরাই থেকে বিষ্ণুপুরের রিয়া নন্দী প্রত্যেকেই জানিয়েছেন, ভিন রাজ্যে অসুবিধা না হলেও অনেকদিন ধরে কাজ বন্ধ ছিল। তাই বাড়ি ফিরে বেশ আনন্দই লাগছে।