সংবাদদাতা, বাঁকুড়া :-
গ্রামবাসী সূত্রে খবর, রবিবার দুপুরে তান্ত্রিক পরিচয় দিয়ে দুই মহিলা গ্রামে আসেন। তাঁরা গ্রামের পাশে দীর্ঘদিন সাবিত্রী দেবী হিসেবে পূজিতা একটি প্রস্তর মূর্তি নিয়ে যেতে চান। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হওয়ায় ঐ মহিলাকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু সদুত্তর না পেয়ে ঐ দুই মহিলাকে তারা ঐ প্রস্তর মূর্তি নিয়ে যেতে বাধা দিলে ধর্মের নাম করে তারা ভয় দেখাতে থাকে বলে অভিযোগ। ইতিমধ্যে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা খবর পৌঁছালে ঐ দুই মহিলা রনেভঙ্গ দেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্ন তাদের বাড়ি কেশিয়াড়ি বলে জানান। কিন্তু কেন ও কি উদ্দেশ্যে এই প্রাচীণ মূর্তি তারা নিয়ে যেতে চান তা জানাতে অস্বীকার করেন।
ঘটনাটি বাঁকুড়ার রাইপুরের শ্যামসুন্দরপুর গ্রামের।
শ্যামসুন্দরপুর গ্রামের রাজবাড়ির প্রবীণতম সদস্য পশুপতি নারায়ণ দেও বলেন, প্রাচীণ প্রস্তর মূর্তির বিদেশে পাচার করার উদ্দেশ্যেই ঐ দু’জন মহিলা সম্ভবত এসেছিলেন। গ্রামের মানুষ সাবিত্রী দেবী হিসেবে পুজিতা ঐ প্রস্তর মূর্তি নিয়ে যেতে বাধা দেন।