সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- কংগ্রেস কার্যালয় এর সামনে ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে। এদিন স্থানীয় দয়ানগর মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেসের নেত্রী ইন্দ্রাগান্ধির পাথরের মূর্তি কে বা কারা বিকৃত করে মুখের সামনে দিকের অংশ ভেঙে দেয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে কংগ্রেস নেতৃত্ব বিক্ষোভ অবস্থানে বসে। ব্যাপারে অধীর চৌধুরীর রাজনৈতিক সচিব তথা জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস অভিযোগ করে বলেন,”এই মূর্তি বা স্ট্যাচু ভাঙ্গার ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা প্রচন্ড কুরুচির পরিচয়।পুরসভা ভোটের মুখে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার আমরা তারই দাবি জানাচ্ছি”।