সংবাদদাতা, বাঁকুড়াঃ- সকাল থেকেই লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী যাতে করে কেউ অবৈধ জামায়াত করতে না পারে। পাশাপাশি যে সমস্ত অসচেতন ব্যক্তিরা বিনা মাক্স পড়ে বাড়ির বাইরে বেরিয়েছেন তাদেরকে কান ধরে উঠবস করাতেও দেখা গেল। রাস্তায় বেরোনো গাড়িগুলির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে সন্তুষ্ট হলে তবেই তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রাস্তায় নেমে লকডাউনকে সর্বতোভাবে সফল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয়। শহরের পাশাপাশি গ্রামগঞ্জেও কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা। সেখানেও রাস্তায় বেরোনো গাড়ি গুলিকে কড়া নজরদারি চালানো হচ্ছে।