সংবাদদাতা, বাঁকুড়াঃ- স্বাস্থ্যবিধি মেনেই এবার বিষ্ণুপুরের ডিহর ষাঁড়েশ্বর গাজন উৎসব হবে। জানালেন ষাঁড়েশ্বর গাজন উৎসব কমিটির সম্পাদক খোকন চৌধুরী । করোনা পরিস্থিতিতে গত বছর গাজন করা সম্ভব হয়নি কিন্তু এবছর গাজন হচ্ছে তবে সরকারি বিধি নিষেধ মেনে গাজন উৎসবের আয়োজন করছেন উদ্যোক্তারা । এবছর গাজন শুরু হবে ১১ এপ্রিল। মূল অনুষ্ঠান চলবে ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। সাধারণ মানুষরা যাতে স্বাস্থ্যবিধি মেনে গাজনে অংশগ্রহণ করে তার জন্য ইতিমধ্যেই সচেতনতা মূলক প্রচার শুরু করছে গাজন উৎসব কমিটি ।
মল্ল রাজা চতুর্দশ শতাব্দীর প্রথমভাগে প্রতিষ্ঠা করেন ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর শিব মন্দির । ল্যাটেরাইট পাথরে নির্মিত এই দুটি মন্দির । প্রাচীন রীতিনীতি অনুযায়ী ভৈরবের মূর্তি সারাবছর ষাঁড়েশ্বর মন্দিরে থাকলেও গাজনের দিন গামার কাটা কালভৈরবের মন্দিরে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি গাজনের দিন কয়েক হাজার সন্ন্যাসী ভক্ত নদীর জলে দাঁড়িয়ে নিজের গোত্র ছেড়ে বাবা ষাঁড়েশ্বরের গোত্র ধারণ করেন । মন্দির প্রাঙ্গণে হাজার হাজার প্রার্থী ভোর থেকে পুজোর সাজি হাতে লাইনে দাঁড়িয়ে পড়েন । এই গাজনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা থাকে চোখে পড়ার মতো ।