সংবাদদাতা, পানাগড়ঃ- সারাদেশ যখন মারণ রোগ করোনা ভাইরাসের দাপটে গৃহবন্দী হয়ে আছে তখন কিছু মানুষ তার ভরপুর সুযোগ নিচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রথম কাজ এখন মানুষকে গৃহবন্দী করে রাখা যাতে তারা সুস্থ থাকেন মারণ রোগ করোনা ভাইরাসের দাপট থেকে। সারাদিন ধরে চলছে পুলিশি টহল বিভিন্ন রাস্তাঘাট, বাজার হাট সহ শহরের ব্যস্ততম এলাকাগুলিতে। রাজ্য পুলিশ প্রশাসনের সেই ব্যস্ততার সুযোগ কে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু মানুষ এখন রমরমিয়ে চালিয়ে যাচ্ছে জুয়ার আড্ডা । এমনই এক চিত্র ধরা পড়ল ‘এই বাংলায়’র প্রতিনিধির ক্যামেরাতে।
পানাগড়ে বাজারের মিত্র সংঘের ময়দান এর পেছনে গোপন আস্তানায় মানুষের জমায়েত করে চলছে জুয়া খেলার আড্ডা। আমাদের প্রতিনিধি যখন গোপন সূত্রে খবর পেয়ে সেখানে যান ছবি তুলতে তখন দেখা যায় ১০-১২ জনের একটি মানুষের দল রমরমিয়ে জুয়া খেলছেন। ক্যামেরা দেখে এক দুজন চলে গেল ও বাকিরা “কুছ পরোয়া নেহি” মনোভাব দেখিয়ে বিন্দাস জুয়ার আড্ডায় মেতে ছিলেন। পুলিশ প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে এইসব মানুষেরা এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে সমাজের।