সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- আচমকা গ্যাস বেলুনের সিলিন্ডার বিকট শব্দের ফেটে গুরুতর জখম হলো বেলুন বিক্রেতা সহ তার সহযোগী। এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় লালগোলা রাজারামপুর হাই স্কুল মাঠে। আহত ওই বেলুন বিক্রেতার নাম সাইফুদ্দিন শেখ ও তার সহযোগী সামিরুল সেখ। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতাল পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।জানা যায় স্থানীয় রাজারামপুর হাই স্কুলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানেই ওই বেলুন বিক্রেতা সাইফুদ্দিন সামিরুল বেলুন বিক্রি করার জন্য গ্যাস গ্যাস বেলুনের সিলিন্ডার নিয়ে হাজির হয়। এই পর্যন্ত সব ঠিক থাকলেও আচমকা ওই গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে দাও দাও করে আগুন ধরে যায়। তার ফলে জখম হয় ওই দুই ব্যক্তি। বরাত জোরে প্রাণে বেঁচে যায় আশেপাশে থাকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।