সংবাদদাতা, জলপাইগুড়িঃ- গত কয়েক মাস পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এটিএমের টাকা প্রতারনায় ভুগছে সাধারন মানুষ। এটিএম কার্ড ক্লোন করে টাকা নয়ছয় করার জালিয়াতির করার ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েছে নানান বিদেশি চক্রের মাথা। এবার আবার গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুট করে নিয়ে গেল একদল দুস্কৃতীর দল। দুঃসাহসিক এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বেগুনটারি মোড় এলাকার স্টেট ব্যাঙ্কের একটি এটিএমে। এদিকে জনবহুল এলাকায় সকাল সকাল এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী ওঁ এলাকার বাসিন্দাদের মধ্যে। এই চুরির সময় ওই এটিএমে কোনো সিকিউরিটি গার্ড ছিল না। এলাকাবাসীর বক্তব্য ব্যাঙ্কের এটিএম গুলিতে কড়া সিকিউরিটির দরকার না হলে এই রকম চুরির ঘটনা দিন দিন বাড়বে। পুলিসি সূত্রের খবর, এটিএমে টাকা চুরির সময় সেখানে কোনো সিকিউরিটি গার্ড ছিল না। তাই এটিএমের সি সি টিভি ফুটেজের সাহায্যে দুস্কৃতীদের ধরার চেষ্টা চলছে।
স্থানীয় ব্যাবসায়ী গৌতম বোস জানান, ‘প্রথম থেকেই এখানে কোনোরকম সিকিউরিটির ব্যাবস্থা নেই’। আমরা এখানে দীর্ঘদিন ধরে ব্যাবসা করি। কিছুদিন আগেও এখানকার মোবাইল দোকান থেকে প্রচুর মোবাইল চুরি গেছে। পুলিশি পাহাড়া থাকা সত্বেও কি করে চুরি হয় তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে।