প্রতিবেশী নাবালিকার ওপর শ্লীলতাহানির অভিযোগ ৬১ বছরের বৃদ্ধার

461

সংবাদদাতা, বর্ধমানঃ- প্রতিবেশী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ৬১ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম শ্যামলাল প্রামানিক। মেমারি থানার রসুলপুরের নতুন রাস্তা এলাকায় তার বাড়ি। বুধবার ভোরে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ধৃতকে পকমো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম সোমনাথ দাস। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করিয়েছে পুলিশ। ধৃতের মেডিক্যাল পরীক্ষা এবং নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। বৃদ্ধ এবং নাবালিকার ঘটনার সময়ের পরনের পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ বছর চোদ্দোর ওই নাবালিকাকে বাড়িতে ডাকে বৃদ্ধ। তাকে দাদু বলে ডাকে নাবালিকা। সরল বিশ্বাসে বৃদ্ধের বাড়িতে নিয়ে গিয়ে বৃদ্ধ নাবাকলিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কোনো রকমে নিজেকে মুক্ত করে বাড়ি ফিরে ঘটনার কথা মাকে জানায় নাবালিকা। এরপর নাবালিকার মা পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ডিজিতে শ্লীলতাহানি (৩৫৪ আইপিসি) ও পকসো অ্যাক্টের ৮ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here