সংবাদদাতা, কাঁকসাঃ- বৃহস্পতিবার থেকে নিখোঁজ কাঁকসার গোপালপুরের পূর্ব পাড়ার বছর সতেরোর চৈতালি বাগদি। নিখোঁজ হওয়া নাবালিকার মা জানিয়েছেন বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় অবশেষে খোঁজ খবর নেওয়া শুরু করে পরিবারের সদস্যরা। কিন্তু গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরেও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হন নিখোঁজ হওয়া নাবালিকার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের অনুমান তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে। পরিবারের সদস্যরা কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হলে কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিখোঁজ নাবালিকাকে উদ্ধারে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।