সংবাদদাতা, গলসিঃ- এক নাবালিকাকে ‘ভালো কাজ’ পাইয়ে দেওয়ার নামে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে পাচার করার অভিযোগে দুই গৃহবধূকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সকালে। গলসি থানা এলাকার ভারুচা গ্রাম থেকে।
দিন কয়েক আগে ভারুচা গ্রামের এক কিশোরীকে ভালো কাজ পাইয়ে দেবার টোপ দিয়ে বর্ধমান শহরের কাছে একটি পাড়ায় ফুসলিয়ে নিয়ে যায় তুহিনা মল্লিক ও রেজিনা শেখ নামের ওই গ্রামেরই দুই গৃহবধূ। এরপর কিশোরীকে তুলে দেওয়া হয় চারজন খদ্দেরের হাতে। সেখানেই রাতভর ওই কিশোরীকে তারা পর পর ধর্ষণ করে। তারা মদ্যপ অবস্থায় ছিল। এরপর ওই কিশোরীকে তারা একটি নতুন মোবাইল ফোন দিয়ে হুকুম করে, ‘ফোন করলেই চলে আসবি। আর একথা কাউকে বললে খতম হয়ে যাবি’। তারপর দুস্কৃতিরা ভোর রাত্রে কিশোরীকে তার বাড়ীর কাছে নামিয়ে দিয়ে চম্পট দেয়।
গতকাল ওই কিশোরী সাহস করে পুলিশকে সব জানায়। তারপরই বুধবার তুহিনা , রেজিনাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বাকি দুস্কৃতিদের খোঁজে তল্লাশি চলছে। ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করাও হয়েছে এদিন।