সংবাদদাতা, ক্যানিং:-
পড়াশুনা ছেড়ে দিন রাত ফোনে কথা বলতে ব্যস্ত মেয়ে। আর মায়ের বকাবকি তে অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার গলাডোকরা গ্রামে।মৃত কলেজ ছাত্রী, অনামিকা মন্ডল(১৭)।

পরিবার সূত্রে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয় মেয়ে এবং বি এ ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্রী অনামিকা। আর কলেজে ভর্তি হওয়ার পর থেকে দিনরাত ফোনে কথা বলতে ব্যস্ত থাকে মেয়ে।

আর ফোন ছেড়ে পড়াশোনায় মন দিতে বলে মা। তাতেও রাজি হয়নি মেয়ে। এরপর মেয়েকে ফোনে কথা বলা নিয়ে একটু বকাবকি করে মা। আর সেই অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হন মেয়ে। এরপর তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ক্যানিং থানার পুলিশ।