সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- বছর ছয়েকের নাবালিকা শিশুর দেহ কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পরে বাড়ির থেকে কিছু দূরে পুকুরের পাড়ে মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভরতপুরের গীত গ্রাম এলাকায়। মৃতা ওই শিশুর নাম মিরা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, দিন কয়েক আগে বাড়ির পাশে খেলতে গিয়ে আচমকা নিখোঁজ হয়ে যায় মিরা। তারপর থেকে আর তার কোন খোঁজ মেলেনি। এমনকি এলাকায় মাইকে করে তার নিখোঁজ সংবাদ প্রচার করা হলেও কোন কাজ হয়নি। বাড়ির পেছনের একটি পুকুরের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। তার হাতের কাছে সামান্য আঘাত রয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এদিনের শেষ পাওয়া খবরে ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেই জানা যায়।তবে ঠিক কী কারণে এই মৃত্যু ঘটেছে বা কারা এর সাথে জড়িত আছে এসে নিয়ে ব্যাপক রহস্য দানা বেঁধেছে।